বিগত কয়েক মাসের গুরুত্বপূর্ণ কিছু তথ্য

বিগত কয়েক মাসের গুরুত্বপূর্ণ  কিছু  তথ্য

১.ক্র‍্যিকেটার মুশফিকুর রহিমকে UNICEF’র শুভেচ্ছাদূত হিসেবে কত তারিখে ঘোষণা করা হয়?
উঃ ০৪ অক্টোবর ২০২০

২.কত তারিখে বাংলাদেশের বৈদেশিক মুদ্রার মজুত ৪০ বিলিয়ন ডলার ছাড়িয়ে যায়?
উঃ ০৮ অক্টোবর ২০২০

৩.বাংলাদেশের ১৬ তম অ্যাটর্নি জেনারেল হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে?
উঃ অ্যাডভোকেট এ এম আমিন উদ্দিন

৪.কত তারিখে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ডের বিধান রেখে ‘ নারী ও শিশু নির্যাতন দমন(সংশোধন) আইন, ২০২০’- এর খসড়া মন্ত্রীসভায় চূড়ান্ত অনুমোদন করা হয়?
উঃ ১২ অক্টোবর ২০২০

৫.কত তারিখে দেশে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ডের বিধান কার্যকর করা হয়?
উঃ ১৩ অক্টোবর ২০২০

৬.কত তারিখে বাহরাইনের সাথে ইসরায়েলের আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক শুরুর হয়?
উঃ ১৫ অক্টোবর ২০২০

৭.২৮ সেপ্টেম্বর ২০২০ প্রধানমন্ত্র‍ী শেখ হাসিনার কততম জন্মবার্ষিকী পালিত হলো?
উঃ ৭৪ তম

৮.ICDDR’B-র প্রথম বাংলাদেশি নির্বাহী পরিচালক হয়েছেন কে?
উঃ তাহমিদ আহমেদ

৯.দেশের কোথায় প্রথম ভূতাত্ত্বিক জাদুঘর স্থাপিত হবে?
উঃ জাফলং

১০.যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে বাংলাদেশের অবস্থান কততম?
উঃ তৃতীয়

১১.কৃষি মন্ত্রণালয়ের বর্তমান সচিবের নাম কী?
উঃ মো. মেসবাহুল ইসলাম

১২.এশিয়ায় জাপানের সবচেয়ে বড়ো বিনিয়োগ হবে কোথায়?
উঃ বাংলাদেশে

১৩.২০২০ সালে নোবেল পুরষ্কার লাভ করেছেন কতজন ব্যক্তি?
উঃ ১১জন

১৪.’Auction Theory’ উন্নয়ন ও নতুন রীতি উদ্ভাবনের জন্য অর্থনীতিতে নোবেল পেয়েছেন যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের দুই অধ্যাপক?
উঃ পল আর মিলগ্রম ও রবার্ট বি উইলসন

১৫.’Physical cosmology’ নিয়ে গবেষণায় পদার্থবিজ্ঞানে কোন তিন বিজ্ঞানী নোবেল পুরষ্কার পেয়েছেন?
উঃ রজার পেনরোজ (যুক্তরাজ্য), রিয়েনহার্ড গেঞ্জেল (জার্মানি) ও আন্দ্রেয়া গেজ (যুক্তরাষ্ট্র)

১৬.’Hepatitis C virus’ শনাক্ত করার জন্য চিকিৎসায় নোবেল পুরস্কার পেয়েছেন কোন তিন বিজ্ঞানী?
উঃ হার্ভি জে অল্টার (মার্কিন), মাইকেল হিউটন ( ব্রিটিশ) ও চার্লস এম রাইস (মার্কিন)।

১৭.’Genome editing or Genome engineering’ পদ্ধতির বিকাশে অবদানের জন্য রাখার জন্য রসায়নে কোন দুই নারী বিজ্ঞানী নোবেল পেলেন?
উঃ ইমানুয়েল শারপঁসিয়(ফরাসি) ও জেনিফার এ ডাউডনা(মার্কিন)

১৮.সাহিত্যে ২০২০ সালে নোবেল পুরস্কার পেয়েছেন কোন মার্কিন কবি?
উঃ লুইস গ্লুক (সাহিত্য কর্ম- Firstborn)

১৯.২০২০ সালে শান্তিতে নোবেল পুরষ্কার পেয়েছে জাতিসংঘের কোন অঙ্গ সংস্থা?
উঃ বিশ্ব খাদ্য কর্মসূচি (WFP)

২০.প্রথম ‘ শহীদ কাদরী স্মৃতি পুরষ্কার’ লাভ করেছেন কে?
উঃ জীবন চৌধুরী ও সেলিম জাহানে

২১.মাটির স্বাস্থ্য রক্ষায় ‘Vermi compost(কেঁচো সার)’ বিশেষ অবদান রাখায় “জননেত্রী শেখ হাসিনা সম্মাননা পদক-২০২০” লাভ করেছেন কে?
উঃ কুলসুম আক্তার

২২.’বিশ্ব ক্ষুধা সূচক-২০২০’ এ বিশ্বে বাংলাদেশের অবস্থান কততম?
উঃ ৭৫ তম ; শীর্ষ দেশ- মাদাগাস্কার

২৩.সম্প্রতি পাকিস্তানে চালুকৃত প্রথম মেট্রোরেলের নাম কি?
উঃ অরেঞ্জ লাইন

২৪.জোসেফ রবিনেট বাইডেন জুনিয়র (জো বাইডেন) হিসেবে যুক্তরাষ্ট্রের কততম ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন?
উঃ ৪৭ তম

২৫.ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের কততম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন?
উঃ ৪৫তম

২৬.দক্ষিণ এশিয়ার দেশ বাংলাদেশ, ভুটান, নেপাল ও শ্রীলঙ্কার জন্য Flush flood বা পাহাড়ি ঢলের আগাম সতর্ক ব্যবস্থা চালু করেছে কোন দেশ?
উঃ ভারত ;৬ ঘণ্টা আগেই সতর্কতামূলক নির্দেশনা পাওয়া যাবে

২৭.গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস অনুযায়ী, বিশ্বের সবচেয়ে বৃহত্তম কৃত্রিম ঝরনার কোথায় অবস্থিত?
উঃ ঝরনাটির নাম ‘পাম ফাউন্টেন’ ; দুবাই, সংযুক্ত আরব আমিরাত

২৮.জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসাবে বর্তমানে কে দায়িত্ব পালন করছে?
উঃ রাবাব ফাতিমা

২৯.অষ্টম পঞ্চবার্ষিক পরিল্পনায় ২০২৫ সালের মধ্যে দেশের দারিদ্র্যের হার কত শতাংশে নামিয়ে আনার লক্ষ্য নির্ধারন করা হয়েছে?
উঃ ১৫.৬%

৩০অষ্টম পঞ্চবার্ষিক পরিল্পনায় ২০২৫ সালের মধ্যে দেশের চরম দারিদ্র্যের হার কত শতাংশে নামিয়ে আনার লক্ষ্য নির্ধারন করা হয়েছে?
উঃ ৭.৪%

৩১.ভারতের নৌবাহিনীতে সম্প্রতি সময়ে যোগ হওয়া সাবমেরিন বিধ্বংসী যুদ্ধজাহাজের নাম কি?
উঃ আইএনএস কাভারাত্তি

৩২.জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে হওয়া ‘Bangabandhu Federation Cup Basketball Tournament 2020’-এ অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে কোন দল?
উঃ বাংলাদেশ নৌবাহিনী

৩৩.মিয়ানমারের নৌবাহিনীকে প্রথম একটি কিলো ক্লাস সাবমেরিন আইএনএস “সিন্ধুবীর দেওয়ার ঘোষণা দিয়েছে কোন দেশ?
উঃ ভারত

৩৪.বাংলাদেশ বিমান বাহিনীর জন্য তৈরি কোন দেশের ৭টি ‘K-8W’ প্রশিক্ষণ বিমান দেশে এসে পৌঁছেছে?
উঃ চীন

৩৫.আন্তর্জাতিক সংস্থা ‘IMF’র পূর্বাভাস মতে থাকলে ২০২০ সালে বাংলাদেশের মাথাপিছু জিডিপি কত হবে?
উঃ ১৮৮৮ ডলার ; যা মাথাপিছু জিডিপিতে ভারতের ১ হাজার ৮৭৭ ডলারকে ছাড়িয়ে যাবে।

৩৬.কোন দেশ কোভিড-১৯ চিকিৎসায় বাংলাদেশকে ১০০টি ভেন্টিলেটর দেবে?
উঃ যুক্তরাষ্ট্র

৩৭.’Rudram-1′ কোন দেশের তৈরি পরমাণু বিকিরণরোধী ক্ষেপণাস্ত্র?
উঃ ভারত

৩৮.করোনার চিকিৎসায় দ্রুতগতিতে টিকা ও ওষুধ তৈরিতে ‘Operation Rapid Speed’ নামের কর্মসূচি নিয়েছে কোন দেশ?
উঃ যুক্তরাষ্ট্র

৩৯.শতবর্ষী দবিরুল চৌধুরীকে মহামারির জন্য অর্থ সংগ্রহের স্বীকৃতিতে কি পদক দিলেন ব্রিটেনের রানি?
উঃ Order of the British Empire (OBE)

৪০.বিশ্বে প্রবাসী আয় অর্জনে বাংলাদেশের অবস্থান কততম?
উঃ ৮ ম

৪১.বিশ্বব্যাংকের(WB) পূর্বাভাস অনুযায়ী করোনার জন্য সামগ্রিকভাবে বিশ্ব অর্থনীতির কত শতাংশ সংকুচিত হবে?
উঃ ৫.২%

৪২.৪০তম বিশ্বখ্যাত হাওয়াই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জয়া আহসান অভিনীত কোন সিনেমা চূড়ান্ত মনোনয়ন পেয়েছে?
উঃ বিনিসুতোয়

৪৩.দেশীয় শিল্পের সম্ভাবনা ও আন্তর্জাতিক বাজারের চাহিদা বিবেচনায় কতটি পণ্য যুক্ত করে পাটজাত পণ্যের নতুন তালিকা প্রকাশ করেছে সরকার?
উঃ ২৮২টি পণ্য

৪৪.টাকা পাচার রোধের পাশাপাশি স্বচ্ছ ও ঝুঁকিমুক্ত লেনদেন নিশ্চিত করতে কি নামে একটি সফটওয়্যার চালু করেছে বিকাশ?
উঃ AML 360

৪৫.’French Open 2020′ মেয়েদের এককের ফাইনালে বিজয় লাভ করেছে পোলিশ কোন খেলোয়াড়?
উঃ ইগা শিয়াওতেক (১৯ বছরে বয়সে, প্রথম শিরোপা)

৪৬.’French Open 2020’এর পুরুষ এককে ফাইনালে বিজয় লাভ করেছে কোন খেলোয়াড়?
উঃ রাফায়েল নাদাল ( ২০ টি গ্র্যান্ড স্লাম জয় লাভ করেছেন)

৪৭.Wiki Loves Earth – 2020 ‘(WLE) নামের আন্তর্জাতিক ছবি প্রতিযোগিতায় কোন বাংলাদেশী আলোকচিত্রী বিজয় লাভ করেছে?
উঃ তৌহিদ পারভেজ বিপ্লব ; (সেরা ১০টির ছবির ৩টি নির্বাচিত)

৪৮.’Against Our Will: Men, Women and Rape’ বইটি কে লিখেছেন?
উঃ সুশান ব্রাউনমিলার, যুক্তরাষ্ট্র

৪৯.ভারত ও যুক্তরাষ্ট্রের পর এখন কোন দেশ চীনের ‘TikTok’ অ্যাপটি নিষিদ্ধ করল?
উঃ পাকিস্তান

৫০.২০২১ সাল হতে কোন দেশে প্লাস্টিক সামগ্রী নিষিদ্ধ করা হচ্ছে?
উঃ কানাডা

 

৫০.২০২১ সাল হতে কোন দেশে প্লাস্টিক সামগ্রী নিষিদ্ধ করা হচ্ছে?
উঃ কানাডা

৫১.Commitment to Reducing Inequality (CRI) Index 2020 অনুসারে,বিশ্বে ১৫৮টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান কততম?
উঃ ১১৩ তম ; শীর্ষে – নরওয়ে ;সর্বনিম্ন-দক্ষিণ সুদান

৫২.বিশ্বের অন্যতম শীর্ষ কম্পিউটার Processor নির্মাতা প্রতিষ্ঠান intel Corporation এর ‘Board Of Directors’ এর চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছেন কোন বাংলাদেশি?
উঃ ওমর ইশরাক

৫৩.কোন দেশের প্রধানমন্ত্রী সানা মারিন এক দিনের জন্য নিজের দায়িত্ব তুলে দিয়েছিলেন ১৬ বছরের কিশোরী ‘আভা মুরতো’র হাতে?
উঃ ফিনল্যান্ড

৫৪.৫৯ তম মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন কত তারিখে অনুষ্ঠিত হবে?
উঃ ৩ নভেম্বর ২০২০

৫৫.বাংলাদেশে সর্বোচ্চ রেমিটেন্স আসে কোন দেশ থেকে?
উঃ সৌদি আরব

৫৬.ফিফা র‍্যাঙ্কিংয়ে বর্তমানে বাংলাদেশের অবস্থান কত তম?
উঃ ১৮৭ তম

৫৭.মানুষের জীবনমান উন্নয়নে কাজ করে জাতিসংঘের ১৭ জন ‘Young leader’ তালিকায় স্থান পেয়েছেন কোন বাংলাদেশি?
উঃ প্রযুক্তিবিদ জাহিন রোহান রাজিন

৫৮.বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা অনুসারে, কোনো ব্যাংক ব্যাংক ক্রেডিট কার্ডে কত শতাংশের বেশি সুদ নিতে পারবে না?
উঃ ২০%

৫৯. যুক্তরাষ্ট্রে চলমান ২৯তম নিউ ইয়র্ক বাংলা বইমেলায় ‘মুক্তধারা/GFB Literary Award’ পেতে যাচ্ছেন কোন কথাসাহিত্যিক?
উঃ সেলিনা হোসেন

৬০.মালয়েশিয়ার আলবুখারি আন্তর্জাতিক ইউনিভার্সিটির (এআইইউ) প্রথম চ্যান্সেলর নিযুক্ত হয়েছেন কোন বাংলাদেশী?
উঃ ড.মুহাম্মদ ইউনুস

৬১.World Bank(WB)’র তথ্য মতে,সড়ক দুর্ঘটনায় দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশের অবস্থান কততম?
উঃ চতুর্থ

৬২.সম্প্রতি কোন দেশে প্রথম সাফল্যের সঙ্গে ‘Hypersonic Technology Demonstration Vehicle’র পরীক্ষা করল?
উঃ ভারত

৬৩.77-তম ভেনিস চলচ্চিত্র উৎসবে সেরা চলচ্চিত্রের পুরস্কার ‘Golden Lion’ পদক লাভ করেছে কোন চলচ্চিত্র?
উঃ Nomadland

৬৪.সম্প্রতি কোন দুইটি দেশের মধ্যে ‘Acquisition and Cross Servicing ‘নামের প্রতিরক্ষা চুক্তি হয়েছে?
উঃ ভারত-জাপান

৬৫.BBS’র ২০২০ সালের জরিপে দেশের সাক্ষরতার হার কত?
উঃ ৭৪.৭০%

৬৬.মৎস্যবিষয়ক আন্তর্জাতিক সংস্থা ওয়ার্ল্ডফিশের তথ্য মতে,বিশ্বের মোট ইলিশের কত শতাংশ এখন বাংলাদেশে উৎপাদিত হচ্ছে?
উঃ ৮৬%

৬৭.দেশের GDP’তে এই রেমিটেন্সের অবদান কত শতাংশ?
উঃ প্রায় ১২%

৬৮.আন্তর্জাতিক ‘Ocean Science Journal’র তথ্য মতে,কত সালের মধ্যে কক্সবাজারের সেন্ট মার্টিন দ্বীপ প্রবালশূন্য হওয়ার আশঙ্কা রয়েছে?
উঃ ২০৪৫ সাল

৬৯.৬১তম ‘International Mathematics Olympiad(IMO)’তে বিশ্বের ১০৭টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান কততম?
উঃ ৩৮তম

৭০.এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকি ২০২১ কোথায় অনুষ্ঠিত হবে?
উঃ বাংলাদেশ

৭১.WB’র প্রকাশিত তথ্য মতে ‘Human Development Index – 2020’ অনুসারে বিশ্বে বাংলাদেশের অবস্থান কত তম?
উঃ১২৩ তম

৭২.কোথায় বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের উদ্যোগে প্রথমবারের মতো দেশি মাছের Live Gene Bank কার্যক্রম শুরু হয়েছে?
উঃ ময়মনসিংহ

৭৩.Global Firepower Index 2020 অনুসারে, সামরিক শক্তির দিক থেকে বিশ্বে বাংলাদেশের অবস্থান কততম?
উঃ ৪৬ তম

৭৪.সাম্প্রতিক সময়ের তথ্য অনুযায়ী সর্বাধিক ম্যানগ্রোভ বন রয়েছে কোন দেশে?
উঃ ইন্দোনেশিয়া

৭৫.মুজিববর্ষ উপলক্ষে সারা দেশে গৃহ ও ভূমিহীন কতটি পরিবারকে পাকা বাড়ি নির্মাণ করে দিচ্ছে সরকার?
উঃ ৮ লাখ ৮২ হাজার ৩৩ টি

৭৬.রাশিয়ার টিকা ‘স্পুটনিক-ভি’ এই প্রথম বাইরের কোন দেশে পরীক্ষা হতে যাচ্ছে?
উঃ বেলারুশ

৭৭.সংখ্যালঘু ‘উৎসুল মুসলমানরা’ চীনের কোন প্রদেশে বসবাস করে?
উঃ হাইনান প্রদেশ

৭৮.২০২০ সালে কততম আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে?
উঃ ৫৯ তম

৭৯.জাপানের নবনির্বাচিত নতুন প্রধানমন্ত্রীর নাম কি?
উঃ ইউশিহিদে সুগা

৮০. “বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ ” ঘোষণা করা হয়েছে কোন নদীকে?
উঃ হালদা নদী

৮১.২০২১ সালে BIMSTEC ‘ র পঞ্চম শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে?
উঃ শ্রীলংকা

৮২. ২০২২ সালে FAO’র ৩৬ তম এশিয়া-প্যাসিফিক সম্মেলন হবে কোথায়? উঃ বাংলাদেশ

৮৩.২৪ অক্টোবর ২০২০ তারিখে জাতিসংঘের কততম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হলো?
উঃ ৭৫ তম

৮৪. ‘ইন্টারন্যাশনাল বুকার প্রাইজ-২০২০’ এর জন্য কোন বইটি মনোনীত হয়েছে?
উঃ দ্য ডিসকমফোর্ট অব ইভিনিং

৮৫.হংকং ও চীনের মধ্যে ‘এক দেশ দুই নীতি’ চালু থাকবে কত সাল পর্যন্ত?
উঃ ২০৪৭ সাল

৮৬.আন্তর্জাতিক অভিবাসনের ক্ষেত্রে বিশ্বে বাংলাদেশের অবস্থান কত তম?
উঃ ৬ষ্ঠ

৮৭.দেশের কোন শহরে নির্মিত হবে ২৫০ ফুট উচ্চতার ‘জয় বাংলা টাওয়ার’?
উঃ মানিকগঞ্জ

৮৮.বিশ্ব জনসংখ্যা রিপোর্ট ২০২০ অনুসারে, জনসংখ্যা বৃদ্ধির হার সর্বনিন্ম কোন দেশে?
উঃ লিথুনিয়া

৮৯.কোন অঞ্চলকে ‘নেপালের প্রবেশদ্বার’ বলা হয়?
উঃ বীরগঞ্জ

৯০. কোন অঞ্চলকে ‘নেপালের বাণিজ্যিক রাজধানী’ বলা হয়?
উঃ বিরাটনগর

৯১.বাংলাদেশে মুক্তিযুদ্ধে স্বীকৃতি পাওয়া বীরাঙ্গনার সংখ্যা কত?
উঃ ৩৩৯ জন

৯২.বিশ্বে কোন দেশ প্রথম দল হিসাবে আন্তর্জাতিক ক্র‍িকেটে ১০০০ তম ম্যাচে জয়লাভ করেছেন?
উঃ অস্ট্রেলিয়া

৯৩.বর্তমানে বিশ্বের কতটি দেশে ঔষধ রপ্তানি করা হচ্ছে?
উঃ ১৬০ টি দেশে; সর্বাধিক রপ্তানি হয়: মিয়ানমারে, দ্বিতীয়: শ্রীলঙ্কা

৯৪.’South Asian Games-2022′ এর আসর কোথায় অনুষ্ঠিত হবে?
উঃ ১৪ তম আসর অনুষ্ঠিত হবে লাহোর, পাঞ্জাব, পাকিস্তান

৯৫.করোনা ভাইরাস ছড়ানোর জন্য চীনের বিরুদ্ধে মামলা করেন?
উঃ যুক্তরাষ্ট্রের মিসৌরি অঙ্গরাজ্য (এরিক স্মিথ)

৯৬.কোভিড-১৯ কে বৈশ্বিক মহামারী হিসেবে ঘোষণা করা হয়?
উঃ ১১মার্চ,২০২০(WHO)

৯৭.মোট জাতীয় আয়ে বিশ্বে বাংলাদেশের অবস্থান?
উঃ ৪০তম

৯৮.জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রথম স্থায়ী প্রতিকৃতি স্থাপন করা হয় কোথায়?
উঃ যুক্তরাষ্ট্রের মেশিগেন স্টেটে

৯৯.জলবায়ু শরনার্থীদের জন্য বিশ্বের বৃহত্তম আশ্র‍য়ন প্রকল্প কোথায় অবস্থিত?
উঃ খুরুশকুল,কক্সবাজার

১০০.কোন বাংলাদেশী নাগরিক সম্প্রতি বিশ্বের শীর্ষ ১০ চিন্তাবিদের তালিকায় স্থান পেয়েছে?
উঃ মেরিনা তাবাসসুম(৩য়)

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *